স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার নিনজা টেকনিক।


পুরনো ফোনের ব্যাটরী ভালো রাখতে চাইলে মেনে চলুন এই নিয়ম গুলো । আমাদের দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংস্যা দিন দিন বেড়ে যাচ্ছে । 


স্মার্টফোন বেশীরভাগ ক্ষেত্রে ব্যাটারি ফুলে যায় বা ভুল চার্জিংয়ের ফলে ফোন গরম হতে শুরু করে। 

তাই ব্যাটারি ও ফোনের আয়ু বাড়াতে এই নিয়ম গুলো মেনে চলুন। 

 *আমারা বেশির ভাগ সময় ভুলভাবে আমাদের স্মার্টফোন চার্জ করে থাকি ।

 * আমদের স্মার্ট ফোনের ব্যাটারির চার্জ ১% না হওয়া পর্যন্ত আমরা ফোন চার্জ করি না ।মোবাইলের চার্জ  ২০% অথবা ২৫% থাকা অবস্থাই ফোন চার্জ করতে হবে। 


 *মোবাইল পুরানো হলেও সঠিক চার্জিং মোবাইলের আয়ু অনেকটাই বাড়িয়ে দেয়।


মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়:


১. চার্জার ব্যবহার:


ব্যাটারি ভালো রাখা, অর্থাৎ স্মার্টফোনের কার্যকারিতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি গুলোর উপর গুরুত্বপূর্ণ দিতে হবে তা হলো চার্জার। আমরা যখন মার্কেট থেকে নতুন কোন স্মার্টফোন/মোবাইল কিনি তখন তার সাথে আমাদেরকে একটা চার্জার দেয়। এটাকে আমরা বলি অরিজিনাল চার্জার । সবসময় চেষ্টা করবেন অরিজিনাল চার্জার দিয়ে মোবাইল চার্জ করতে।


২. ব্যাটারি চার্জ করার নিয়ম:

ব্যাটারি ভালো রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ব্যাটারিতে কতটুকু চার্জ করবেন বা কখন নতুন করে চার্জে লাগাবেন। মনে রাখবেন, আপনার মোবাইলের ব্যাটারির চার্জ ৫০% এর নিচে আসার আগেই আবার চার্জ করে নিন। যদিও অনেকের মতে চার্জ ২০% এর নিচে আসার আগে চার্জে লাগানো দরকার।


তাই এই হিসেবে আপনি গড়ে ৩০% এর নিচে আসলে চার্জ করে নিন। কখনো কিন্তু চার্জ পুরোপুরি খালি অর্থাৎ ০% করবেন না। কারন এটা ব্যাটারির জন্য ক্ষতিকর। আবার চার্জ পুরোপুরি ১০০% না করে ৯০-৯৫% করবেন। এটা সব থেকে ভালো হয়।


৩. মোবাইল চার্জে দিয়ে কিছু না করা:


অনেক মানুষকে দেখা যায় মোবাইল চার্জে দিয়ে কথা বলে বা গেম খেলে। এটা মোটেও ভালো কাজ না। কারন আপনি যদি মোবাইল চার্জে লাগিয়ে কথা বলেন বা গেম খেলেন তখন ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়বে এবং এটি গরম হয়ে যাবে। যা ব্যাটারির জন্য ক্ষতিকর। আবার এই অবস্থায় ব্যাটারি বিস্ফোরন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই কাজ গুলো এড়িয়ে যেতে হবে।


৩. পাওয়ার ব্যাংক এর ব্যবহার:


অনেকে পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ করে থাকে। এক্ষেত্রে আপনাকে ভালো মানের পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে। নয়তো ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।


৪. স্বাভাবিক তাপমাত্রা:


মোবাইলের সুরক্ষার জন্য তাপমাত্রাটা অনেক গুরুত্বপূর্ণ। সবসময় চেষ্টা করবেন মোবাইলকে স্বাভাবিক তাপমাত্রায় রাখা। অতিরিক্ত তাপযুক্ত স্থানে মোবাইল রাখবেন না। নয়তো মোবাইল গরম হয়ে যাবে।


৫. মোবাইলের কাভার খুলে রাখা:


মোবাইল চার্জ করার সময় মোবাইলের কাভারটি খুলে রাখবেন। এতে করে মোবাইল অতিরিক্ত গরম থেকে রক্ষা পাবে। মোবাইল গরম হওয়া মানে ব্যাটারি গরম হওয়া। আর ব্যাটারি গরম হওয়া মানে ব্যাটারির সমস্যা শুরু হওয়া।


*লো ব্যাটারীতে (৫/১০%) মোবাইল চালালে কি ব্যাটারির কোনো ক্ষতি হয়? 


হ্যাঁ। ২০% এ নেমে আসলেই রিচার্জ করা উচিত। আসলে ব্যাটারি ডিসচার্জ হতে হতে যখন ভোল্টেজ কমে আসে সেটাকেই % হিসেবে রিপ্রেজেন্ট করে আমাদের দেখানো হয়। ব্যাটারির পার্সেন্ট /% যখন অনেক নিচে নেমে যায় আসলে তখন  এর ভোল্টেজ ও নিচে নেমে যায়।


এসময়ে তাই ফোনের অপারেটিং সিস্টেম পাওয়ার সেভিং মোডে চলে যায়। পাওয়ার সেভিং মোডে সিপিউ ফ্রিকোয়েন্সি ডাউন করে লিমিট করে দেয়া হয় । সেই সাথে সাথে আবার অ্যাপের ব্যাকগ্রাউন্ড ফেচিং অফ করে দেওয়া হয় এবং আরোও কিছু ইন্টান্যাল ফাংশন বন্ধ করে দেওয়া হয় যেনো ব্যাটারীর উপর চাপ/প্রেশার না পড়ে।


তাই ব্যবহারকারীর উচিত ২০% এর নিচে নেমে আসলে ফোন রিচার্জ করে নেয়া। আর রিচার্জ করতে না পারলে সাধারণ কাজ করা। ভারি বা সিপিউ ইন্টেন্সিভ কাজ না করা। এতে ব্যাটারি দ্রুত তার কার্যক্ষমতা হারায়।


*মোবাইলে চার্জ রাখুন সবসময়


লিথিয়াম আয়ন ব্যাটারিতে অধিকাংশ সময় ৫০ শতাংশ বা তার বেশি চার্জ রাখতে হবে। অর্থাৎ চার্জ ৫০ শতাংশ হয়ে গেলে পুণরায় চার্জে দিতে হবে। এতে করে ব্যাটারি ভালো থাকবে বেশিদিন।


✔চার্জার ব্যবহারে সতর্কতা থাকুন

যে ফোনের জন্য যে চার্জার নির্ধারিত, সেটাই ব্যবহার করা শ্রেয়। চার্জার সঙ্গে না থাকলে অন্য চার্জার ওই ফোনের জন্য প্রযোজ্য কি না দেখে নিন। নকল চার্জার অবশ্যই ব্যবহার করবেন না।


✔ভাইব্রেশন ও অপ্রয়োজনীয় সাউন্ড বন্ধ রাখুন

✔সস্তা চার্জার কিনবেন না

✔ফোন ঠান্ডা রাখুন

✔ফোন কখনো চার্জশূন্য করবেন না

✔ব্লুটুথ, ওয়াইফাই বন্ধ করে রাখুন

✔ফোনের কাভার/কেস খুলে রাখুন

✔সারারাত চার্জ দেবেন না

✔কাজ শেষে অ্যাপ বন্ধ রাখুন

✔ব্রাইটনেস কমিয়ে রাখুন

✔বিছানায় কিংবা বালিশের নিচে মোবাইল ফোন রাখবেন না

✔নিয়মিত সফটওয়্যার আপডেট রাখুন

✔মোবাইল ফোন লক করে রাখুন

✔ব্যাটারি চার্জ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখা বা ব্যবহার না করা


যদি আপনি আপনার শখের স্মার্টফোনটি সতর্কতার সাথে একহাতে ইউজ করেন তাহলে আশা করি মোবাইল এবং ব্যাটারি দুটোই দীর্ঘস্থায়ী হবে। 



আমাদেরকে ফলো করতে পারেন Youtube এবং Facebook. (ধন্যবাদ) 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রযুক্তি মেলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ 2

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪