ব্লগিং করে অনলাইন থেকে ইনকাম করতে কতদিন সময় লাগে ?

 
Projukti Mela

অনলাইনে ব্লগিং করে ইনকাম করতে কতদিন সময় লাগে?

এই প্রশ্নের উত্তর দিলে বলতে হবে সেটা ডিপেন্ড করে আপনার activity উপর যেমন ধরুন আপনি একটা ব্লগ সাইট অপেন করে কিছু দিন/কিছু পোষ্ট করে তারপর পোষ্ট করা বাত দিয়ে দিলেন তাহলে তো কখনোই সফল হতে পারবেন না আর যদি আপনি মন দিয়ে কাজ করেন, তারপর ও ৫,৬ মাস তো লাগবেই।তবে ৫,৬ মাসে আয় করতে হলে পরিশ্রম বেশি করতে হবে,সাথে আর্থিক ইনভেস্ট সেটাও কিছুটা লাগবে।ব্লগিং এর মাধ্যমে ওয়েবসাইট থেকে ইনকামের অনেকগুলো মাধ্যম আছে ! 


ব্লগিং থেকে ইনকামের  দুইটা কমন মেথড !


১.এডসেন্স/মনিটাইজেশনের মাধমে।

এডসেন্স/মনিটাইজেশনের মাধমে: ভালো পরিমান টাকা ইনকাম/উপার্জনের জন্য আপনার ব্লগে google AdSense মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে । 

ব্লগের প্রকাশক হিসেবে, আপনাকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টে ভিতর বিজ্ঞাপন এড করতে হবে এবং এই বিজ্ঞাপনের মাধ্যমেই আপনি ইনকাম করতে পারবেন । যারা  বিজ্ঞাপন দিবে তারা আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য পেমেন্ট করবে। ঠিক এইভাবেই বড় বড়  সংবাদপত্রিকা google Absence মাধ্যমে বেশিমাত্রায় ইনকাম করে । 


 এবং সংবাদপত্রিকায় যারা বিজ্ঞাপন দেয় তাদের থেকে  আরও বেশি চার্জ করতে পারে, আপনার সাইট এবং কন্টেন্ট যত বেশি জনপ্রিয় হবে আপনি তত বেশি টাকা উপার্জন করতে পারবেন।

 এবং  আপনার কন্টেন্টের সাথে যেসমস্ত ব্যবসার বিজ্ঞাপন আপনি দেখাতে চান সেগুলির জন্য আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য অফার করতে পারেন। এটিকে বলা হয় সরাসরি ডিল এক্ষেত্রে আপনি আপনার মনমত চার্জ করতে পারেন ।    


এবং আপনার হয়ে বিজ্ঞাপন দেখানোর জন্য এবং বিক্রি করার জন্য Google AdSense-এর মতো বড় বিজ্ঞাপন নেটওয়ার্কের ব্যবহারও করতে পারেন আপনি ।

আপনার ব্লগের নির্দিষ্ট পৃষ্ঠায় উপস্থিত কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর বিষয়ে AdSense সাহায্য করে। যেমন- আপনার ব্লগটি টকেনোলজী/হেল্থ অথবা অ্যাডভেঞ্চার ভ্রমণের বিষয়ে থাকলে এবং Reykjavik-এ টকেনোলজী/হেল্থ অথবা ভ্রমণ সংক্রান্ত কোনও পোস্ট এইমাত্র আপলোড করে থাকলে, AdSense আপনাকে হয়ত ভ্রমণ সংক্রান্ত বীমা, আইসল্যান্ড বা উষ্ণ পোশাক সম্পর্কে কোনও বিজ্ঞাপন দেখাবে। যেখানে বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে সেই সাইটের মালিক হিসেবে, কোনও ব্যবহারকারী যখন কোনও বিজ্ঞাপন দেখে বা যোগাযোগ করে তখন Google AdSense পেমেন্ট করে আপনাকে ।


Online বিজ্ঞাপন গুলিকে আপনার ব্লগের কন্টেন্ট এবং যারা পড়বে তাদের জন্য প্রাসঙ্গিক করে তোলার দক্ষতা সহ, এবং অনেক বিজ্ঞাপনদাতারা আপনার বিজ্ঞাপনের স্লটের জন্য একটি ভালো পরিমান টাকা দিতে আগ্রহী থাকে।


২.এফেলিয়েট মাধমে।



মনে করুন আপনি আপনার পছন্দের টেকনোলজি রাইটারের ব্লগে কোন লেখা পড়ছেন। এর মাঝে হটাৎ দেখলেন এক নতুন স্মার্টফোনের অ্যাড। তাদের কথা হচ্ছে নতুন বছর উপলক্ষে তারা দিচ্ছে যেকোনা স্মার্টফোনের সাথে একটি স্মার্টওয়াচ ফ্রি তার ওপর আবার ৩০% ছাড়। আপনি যেই আটিকেলটি পড়ছেন তার চাইতেও কয়েকগুন বেশি লোভনীয় ! তাই আপনি এই লোভনীয় ব্যাপারটি দেখার জন্য ক্লিক করবেন অ্যাডের লিংকে । 


সাথে সাথে লিংক আপনাকে নিয়ে গেলো স্মার্টফোনের সেই ওয়েবসাইটে।  সেখানে তারা আপনাকে একটি রেজিস্ট্রেশনের ফ্রম দিলো । সেই ফ্রমেই রেজিস্ট্রেশন করলেই আপনি এই স্মার্টওয়াচ এবং ৩০% ছাড়টি পেয়ে যাবেন । এর জন্য আপনি রেজিস্ট্রেশন করলেন এবং তৎক্ষনাৎ সেই অফারটি আপনি অনলাইনে অর্ডার দিয়ে বাসায় আনিয়ে নিলেন।


এবার,সব কিছু আপনার হাত পোঁছে গেলো । এখন পুরো ব্যাপারটা নিয়ে চিন্তা করুন। টেকনোলজি রাইটারের ব্লগে মোবাইল বিক্রির অ্যাড কেন? জ্বী,এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ।


আপনি যেই শপ থেকে মোবাইল অর্ডার করলেন সেটি একটি ব্যবসা প্রতিষ্ঠান ,আপনি তার কাস্টমার। আপনাদের মাঝে যোগাযোগ হলো কিভাবে? টেকনোলজি রাইটারের ব্লগের মাধ্যমে। এই ব্লগারই হচ্ছেন এক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটার।


এই রকম আরোও অনেক মাধ্যম আছে ব্লগ সাইট থেকে ইনকাম করার । 


এই সকল মাধ্যমে আপনি আপনার সাইট থেকে ইনকাম করতে পারেন । তবে এই ইনকামের জন্য আপনাকে অবশ্যয় প্রতিদিন ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করতে হবে,সেটা মিনিমাম দুইটা থেকে তিনটা ।  


আর এই কাজ করতে হবে কমপক্ষে ৩ থেকে ৪ মাস আপনাকে সময় দিতে হবে, এবং আপনি যদি পুরোপুরিভাবে টেকসই ইনকাম তৈরি করতে চান তাহলে কমপক্ষে ০১ বছর সময়তো দিতেই হবে।


একটা ব্লগ থেকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করা যায় আপনি আসলে নির্দিষ্ট করে কোন উপায়ের কথা বলেননি আবার বিষয়টি এখানে শেষ নয় ইনকামের সাথে নির্ভর করছে বেশ কিছু বিষয়:


  • আপনার কত যোগ্যতা এবং দক্ষতা রয়েছে?

  • আপনি কোন বিষয়বস্তু নিয়ে কাজ করছেন?

  • আপনার পাঠক কি চাচ্ছে, যা অন্য কার ব্লগে পাচ্ছে না?

  • আপনার পাঠক কি রকম আচরণ করছে?

  • আপনার কাজের ধারাবাহিকতা কি রকম?

  • আপনার কনটেন্টের প্রতি মানুষের আস্থা কি রকম?


দেখুন এখানে আমি একটা কথা বলে রাখি আপনি চাইলেই কিছু দিনের মাঝেই  সফলতা অর্জন করতে পারেন ! যদি আপনি চেষ্টা ধৈর্য এবং হার্ড ওয়ার্ক করেন । 


সর্বশেষ সফলতার একটি সূত্র হচ্ছে “চেষ্টা করুন আপানার যেই অডিয়েন্স আছে তারা  সন্তুষ্ট হবে কিভাবে?


উপার্জন অনেক পরে আসবে এবং ভালোই হবে, এটা নিশ্চিত। আপনি অনায়াসে ৬ অংক এবং ৭ অঙ্কের ঘরের উপার্জন আপনি করতে পারবেন।


যদি আপনি শুরুতে ইনকাম  নিয়ে চিন্তা করেন তাহলে আপনি ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করতে পারবেন না, এবং যারা আপনার কম্পিটিটর থাকবে  তারা আপনার গেম ওভার করে দিবে । তবে মনে রাখবেন এটা শুধুমাত্র ব্লগিংয়ের ক্ষেত্রে না যে কোন ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য।


বিলিয়ন ডলারের কোম্পানি কোডাক, নোকিয়া, এবং কিংফিশার দেউলিয়া হয়ে গিয়েছে, ব্যাবসার এই সাধারণ নিয়ম না মানার কারণে, সময়ের সাথে আপডেট না হওয়ার কারনে । যদি আপনি সময়ের সাথে আপডেট না হতে পারনে তাহলে সে বিলিয়ন ডলার দিয়ে লাভ কি ? 


আমি কে, আদৌ আমি সত্যি বললাম নাকি মিথ্যা, আমার ব্লগ এর ব্যাপারে জানতে আপনি আমাকে YouTube এ কিংবা আমার সোশ্যাল মিডিয়া তে ফলো করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রযুক্তি মেলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ 2

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪