ব্লগ লিখে মাসে লাখ টাকা রোজগার করা কি সম্ভব ?

Blogger Earnibg Tips

ব্লগ লিখে মাসে ৳১০,০০০ থেকে লাখ টাকা রোজগার করা কি সম্ভব ?

আপনিও কি জানতে চান প্রতি মাসে ব্লগ লিখে ৳১০,০০০ থেকে লাখ টাকা রোজগার করা সম্ভব কি না? আমি বলে রাখি প্রতি মাসে কেনো । বরং বলুন ,প্রতিদিনে কি সম্ভব, এর উত্তরও হবে হ্যাঁ, সম্ভব। এরকম অনেক ব্লগার রয়েছে যারা প্রতিদিন ৳১০,০০০ থেকে লাখ টাকা অনায়াসে তাদের ব্লগ থেকে রোজগার করে নেই।

কিন্তু এই দিন খুব সহজেই তাদের কাছে আসে নি। এর জন্য তাদের অনেক পরিশ্রম করে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। আজও সেই ব্লগার গুলো তাদরে পরিশ্রম আর কিছু অভিজ্ঞতার জোড়ে ব্লগ লিখে প্রতি মাসে ৳১০,০০০ থেকে লাখ টাকা রোজগার করতে সক্ষম হচ্ছে।


আপনারা হয়তো বিশ্বাস করবেন না। সত্যি বলতে আমি হলেও করতাম না। তবুও আমার কাজ বলা, তাই আমি বলছি। 


এবার বলি কিভাবে সম্ভব ব্লগ লেখালেখি করে  ৳১০,০০০ থেকে লাখ টাকা আয় করা যায়। এর জন্য আপনাকে সবার আগে আপনার ব্লগ ফ্রি ব্লগার থেকে সরিয়ে ওয়ার্ডপ্রেস এ নিয়ে যেতে হবে।


শুরুতেই যদি আপনি কিপ্টেমি করে টাকা বাচিঁয়ে ওয়ার্ডপ্রেস কে উপেক্ষা করে ফ্রী ব্লগার এ সাইট বানান তবে আপনার অনেক সময় নষ্ট হবে। সেই সময় টুকু নতুন লেখা তে দেওয়া বেশি কাজের। তবে যদি আপনার বাজেট একেবারেই কম থাকে যেমন : ৳৫০০ থেকে ৳১০০০ টাকার ভিতর তাহলে আপনি ফ্রি ব্লগার থেকেই শুরু করতে পারেন । শুধু একটা ডোমেন কিনে !


কোন বিষয় নিয়ে ব্লগ লিখবেন ? 


আপনাকে ঠিক করতে হবে আপনি কি নিয়ে লিখবেন। আপনি চাইলেই যা কিছু নিয়ে বা অনেক কিছু নিয়ে একটি ব্লগেই লিখতে পারেন। কিন্তু উচিত নির্দিষ্ট একটি বিষয় কে নিয়ে একটি ব্লগ এ লেখা। ধরুন আপনি সিনেমা, সিরিয়াল নিয়ে লিখবেন তবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর লিখতে হবে তবে গিয়ে আপনার অল্প কিছু টাকা রোজগার হবে।


অন্যদিকে আপনি যদি ফিনান্স, হেলথ কিংবা লোন নিয়ে লেখেন তবে অল্প লিখে অনেক বেশি টাকা। আবার মনে রাখতে হবে যেখানে টাকা বেশি সেখানে প্রতিযোগিতাও বেশি। তাই ভেবে দেখুন শুরু করবেন ফাঁকা মাঠে গোল দেওয়া নাকি গ্যালারি ভর্তি দর্শক আর প্রচুর খেলোয়াড় কে অতিক্রম করে নিজে সেরা হওয়া।


আমার মতে শুরু তে ফাঁকা মাঠে গোল দেওয়া বেশি বুদ্ধিমানের কাজ, ব্লগিং এর জন্য। 

বর্তমান পেক্ষাপটে কোন বিষয়ে ব্লগ এর চাহিদা বেশি সে বিষয় নিয়ে একটু পর আলোচনা করবো । এবং ইউনিক ৭ টি টপিক বলবো ! 


প্রতি মাসে ৳১০,০০০ থেকে লাখ টাকা গুগল এডসেন্স থেকে রোজগার করতে আপনার লাগবে এক মাসে $১০০ ডলার থেকে $১০ হাজার ডলারের মতন। আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা মুভি ব্লগ কিংবা জীবনী ব্লগ বানিয়ে ১০০০ পেজ ভিউস এর জন্য আপনি $৫ এর আসেপাশে পেতে পারেন ।


তাই আপনার লক্ষ্য থাকতে হবে যাতে প্রতিদিন ২০০০ পেজ ভিউস হয় এবং আপনার $৫ থেকে $১০ রোজগার হয়। (তবে সেটা আপনার দেশ এবং কন্টেন এর উপর নির্বর করবে ) সুতরাং $২০০ আয় করতে আপনার এক মাস ও লাগবে না। মানে মাত্র ১০-১৫ দিনেই আপনি ৳২০,০০০ আয় করতে পারবেন ।


আপনি চাইলে এফিলিয়েট মার্কেটিং, স্পনসরশিপ থেকেও টাকা রোজগার করতে পারেন। যত দিন যাবে আপনার ব্লগ আপনাকে তত বেশি রোজগার এর সুযোগ দেবে, বেশি অডিয়েন্স বা ভিউস হবে। শুধু দরকার বেশি লেখা। যত বেশি লিখবেন তত বেশি রোজগার হবে। শুধু খেয়াল রাখতে হবে যা ইচ্ছা তাই লিখলেই হবে না যেটা মানুষ পড়বে এবং যেটা থেকে মানুষের উপকারে আসবে বা লেখা উচিত সেটাই লিখতে হবে। 


বর্তমান পেক্ষাপটে কোন বিষয়ে ব্লগ এর চাহিদা বেশি যা ইউনিক হতে পারে ? (সমস্ত বিশ্বে)


বর্তমানে ব্লগিংয়ে একেক বিষয়ে সাফল্য অর্জন করা কঠিন হলো, কারণ এই ক্ষেত্রে প্রায় সব বিষয়ে অধিকাংশই প্রদর্শন করা হয়েছে। তবে, কিছু দিক থেকে ইউনিক এবং জনপ্রিয় ব্লগ লেখার জন্য নিম্নলিখিত বিষয়গুলি বেশি চাহিদা রাখতে পারে:


1. প্রযুক্তি ও ইনোভেশন:

নতুনদের কম্পিউটার, মোবাইল ডিভাইস, ইন্টারনেট সার্ভিস, এপ্লিকেশন ইত্যাদি সম্পর্কে লেখা লিখা খুবই জনপ্রিয়।


2. স্বাস্থ্য ও সান্ত্বনা:

স্বাস্থ্য সেবা, রোগ প্রতিরোধ, ধৈর্য শিক্ষা, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে প্রকাশনা অনেক চাহিদা রাখে।


3. খেলাযোগ:

ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য খেলাযোগের ঘটনা, খেলোয়ারদের জীবনকথা, খেলাধূলো ইত্যাদি খুবই জনপ্রিয়।



4. ভ্রমণ ও পর্যটন:

ভ্রমণের মজা ও গুরুত্বপূর্ণ তথ্য, ভ্রমণ ভিডিও, সফরের অভিজ্ঞতা ইত্যাদি মানোযোগ পেতে পারে।


5. রাজনীতি ও সমাজ:

বিভিন্ন দেশের রাজনীতি, সামাজিক সমস্যা, সমাজ পরিবর্তন ইত্যাদি বিষয়ে লেখালিখি কেউ অধিক গুরুত্ব দেয়।


6. খাবার ও স্বাদ:

 পরিবারিক আসর,খাবার সংক্রান্ত,খাদ্য সাপ্লাইার,রান্না, স্বাস্থ্যকর খাবারের পরামর্শ ইত্যাদি প্রকাশনা খুবই জনপ্রিয়।


7. শিক্ষা ও ক্যারিয়ার:

শিক্ষার ভিডিও, ক্যারিয়ার পরামর্শ, উপযোগী টিপস স্ট্রাটেজি ইত্যাদি এই ক্ষেত্রে ব্লগ চাহিদা রাখতে পারে।


আপনি যদি এই বিষয়ে ব্লগ লিখেন তাহলে ব্লগগুলির চাহিদা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে একাধিক পাঠকের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে।


আপনি আমাদের লেখা পড়লেন তাই আপনার জন্য একটা টিপস। প্রচুর টাকার লোভে পড়ে ইংলিশ বা হিন্দি তে ব্লগ লিখে সমুদ্রে ভেসে হারিয়ে যাওয়ার থেকে বাংলায় ব্লগ লিখে একাই রাজা হওয়ার চেষ্টা করুন। অনেক সফলতা পাবেন।

আমি কে, আদৌ আমি সত্যি বললাম নাকি মিথ্যা, আমার ব্লগ এর ব্যাপারে জানতে আপনি আমাকে YouTube এ কিংবা আমার সোশ্যাল মিডিয়া তে ফলো করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

প্রযুক্তি মেলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ 2

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪