Panasonic এর এই বুম মাইক্রোফোনটি কেমন হবে ।
২০২৪ এর শেষের দিকে এসে Panasonic এর এই বুম মাইক্রোফোন টি কেমন হবে এবং কাদের এই মাইক্রোফোনটি নেওয়া প্রয়োজন এবং মাইক্রোফোনটি দিয়ে কি কি কাজ করতে পারবেন তার সাথে জানবো মাইক্রোফোনটা আসলে কতটা কার্যকরী এবং কোন কাজের জন্য একটু বেশি কার্যকরী ।
তার আগে এই কথাটি মনে রাখবেন আপনার বাজে যদি ১৮০০ থেকে ২০০০ টাকার ভিতরে হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি পুরোপুরি পড়তে পারেন । আশা করি আপনার জন্য কোন মাইক্রোফোনটি বেস্ট হবে এই বিষয় নিয়ে এরপর আর ভাবতে হবে না,আর যদি আপনার বাজেট 2500 এর উপরে হয়ে থাকে তাহলে এই আর্টিকেলটি পড়ার কোন প্রয়োজন নেই শুধু শুধু সময় নষ্ট হবে ! এর চেয়ে আপনি অন্য কোনটা দেখতে পারেন ।
মাইক্রোফোন কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হয় ।
দেখুন আপনি কোন ধরনের কাজ করবেন মাইক্রোফোন কেনা বিষয়টি পুরোটাই এর উপরে ডিফেন্ড করে ! কারণ আপনি যদি আউটডোরে সুট নেন তাহলে অবশ্যই আপনাকে একটি বুম মাইক্রোফোন কিনতে হবে । আবার আপনি যদি ইনোরে সুট নেন তাহলে আপনি কয়েকটা মাইক্রোফোনের উপরে নির্ভরশীল হতে পারেন এখানেও আপনার কাজের উপরে ডিফেন্ড করে কারণ ইনডোরে যে কোন রকমের সুট হতে পারে মনে করেন আপনি পট কাস্ট সুট করবেন! তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি কন্টেস্টার মাইক্রোফোনের উপর নির্ভরশীল হতে হবে কারণ কনডেন্সার মাইক্রোফোন গুলো খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয় ইনডরে শট নেওয়ার জন্য ।
তাই আপনি আপনার কাজের উপরে ডিফেন্ট করে মাইক্রোফোন পারসেস করবেন । তবে আজকের এই আর্টিকেলে যেহেতু আমরা প্যানাসনিক এর বুম মাইক্রোফোনটি নিয়ে আলোচনা করব তাই এই মাইক্রোফোনের ভালো-মন্দ এবং প্রয়োজনীয় দিকগুলো নিয়েই আলোচনা করবো ! যেহেতু আপনি বুম মাইক্রোফোনের খোঁজ করতেছেন অথবা প্যানাসনিক মাইক্রোফোনটি সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি আউটডোরের শুটিংয়ের কাজ করবেন অথবা ইন্ডোরে প্রোডাক্ট প্রমোশন এরকম কোন কাজ করবেন মডেল দিয়ে ।
প্যানাসনিকের এই মাইক্রোফোন টি মূলত অনেক পুরনো একটি মাইক্রোফোন । যদি আপনি পার্সেন্টের কথা বলেন তাহলে আমি বলব এই মাইক্রোফোনটি ১০০% এর ভেতরে ৯০% গুড রিভিউ পাওয়ার যোগ্য । কারণ এটা আমার পার্সোনাল ইউজের এক্সপেরিয়েন্স থেকে আপনাদের মাঝে শেয়ার করব এবং এই মাইক্রোফোনটি এই পর্যন্ত যারা কিনেছে আপনি যদি তাদের রিভিউ জানতে চান তাহলে দেখবেন তারা সকলেই খুব ভালো পারফরম্যান্স পেয়েছে এই প্রাইসের ভিতর কারণ এই মাইক্রোফোনটি এমন একটি Boom Microphone এটা আপনি খুব সহজেই চাইলেই ক্যামেরার সাথে সরাসরি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং মোবাইল দিয়ে সরাসরি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এর মাঝে আপনাকে এক্সট্রা কোন সাউন্ড কার্ড ব্যবহার করতে হবে না বা অডিও কনভার্টার ব্যবহার করতে হবে না তবে মোবাইলে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি কনভার্টার ব্যবহার করতে হবে ।
প্যানাসনিকের Boom Microphone কিভাবে মোবাইলে ব্যবহার করা যায় ।
যদি আপনি একটি ছোট্ট কনভার্টার ব্যবহার করেন তাহলে এই মাইক্রোফোনটি দিয়ে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে প্রফেশনালি অডিও রেকর্ড করতে পারবেন ।
এই কনভার্টার টি মূলত TRS to TRRS কনভার্টার যার মাধ্যমে 3 পোলের জ্যাক কে 4 পোলের জ্যাকে কনভার্ট করে ! ফলে মোবাইলে খুব সহজেই কাজ করে।
প্যানাসনিকের Boom Microphone কিভাবে ক্যামেরায় ব্যবহার করা যায় ।
এই মাইক্রোফোনটি আপনি ক্যামেরা তে সরাসরি ব্যবহার করতে পারবেন যদি কিছু কিছু ক্যামেরা তে সরাসরি ব্যবহার না করা যায় তাহলে আপনি সেইমভাবে একটি কনভার্টার কিনে সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং অনেকেই হয়তোবা জানতে চাচ্ছেন এই কনভার্টার আবার এক্সট্রা কেনা লাগবে বা এর প্রাইস কেমন এটার এটার প্রাইস ৫০ থেকে ১০০ টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন ।
প্যানাসনিকের Boom Microphone এই মাইক্রোফোনটি কোথায় পাওয়া যায় ?
প্যানাসনিকের বোম মাইক্রোফোনটি আপনি প্রায় যে কোন ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিক্রি করে বা শুটিংয়ের এক্সেসরিজ বিক্রি করে এরকম দোকানগুলোতে পেয়ে যাবেন অথবা অনলাইনে অনেক সপ আছে যেখান থেকে আপনি খুব সহজে মাইক্রোফোনটি কিনতে পারেন তবে আমার মতে আপনি যে কোন একটি অফলাইন শপে গিয়ে এই মাইক্রোফোনটি চেক দিয়ে কিনে নিয়ে আসতে পারেন এতে করে অনলাইনে থেকে কিছু টাকা হয়তোবা আপনি কম পেতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সরাসরি চেক দিয়ে দেখে নিয়ে আসতে পারলেন বারবার ঝামেলা পোহাতে হলো না ।
প্রযুক্তি মেলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url